দেশব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস এবার দেশের ক্রীকেটাঙ্গনেও ছড়িয়ে পড়েছে। স্বল্প সময়ের ব্যবধানে দেশের দুই ক্রিকেটারসহ আক্রান্ত হয়েছেন সাবেক অধিনায়ক ও বর্তমানে টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাহমুদউল্লাহ রিয়াদা ও মমিনুলের পর এবার করোনা আক্রান্তের খবর এসেছে হাবিবুল বাশার সুমনের। দুইদিন প্রচণ্ড জ্বর থাকায় টেস্ট করে বুধবার জানা যায়, তিনিও করোনা পজিটিভ। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।
কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নির্বাচক হাবিবুল বাশার সুমন নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সুমন জানান, ‘দুই দিন প্রচণ্ড জ্বর ছিল। জ্বর একটু কমার পর টেস্ট করিয়েছি, বুধবার (১১ নভেম্বর) ফল পেয়েছি পজিটিভ।’
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, ‘এমনিতে খুব একটা শারীরিক সমস্যা অনুভব করছি না। সবার কাছে দোয়া প্রার্থী, যেন দ্রুত সুস্থ হতে পারি।’
শীতের শুরুতেই ক্রীড়াঙ্গানে করোনা বেশ ভালোভাবেই ঝেঁকে বসতে চাচ্ছে। পাকিস্তানে খেলতে যাওয়ার উদ্দেশ্যে পরীক্ষা করে করোনায় শনাক্ত বলে জানতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে তার আর যাওয়া হয়নি পাকিস্তান সুপার লিগ খেলতে।
রিয়াদের পর করোনা আক্রান্তের খবর আসে সস্ত্রীক মমিনুল হকের। রিয়াদ-মমিনুল দু’জনের বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার এ তালিকায় যুক্ত হলেন হাবিবুল বাশার সুমন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]