বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলা দেখাবে টি-স্পোর্টস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ এএম, ১০ নভেম্বর ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলা দেখাবে টি-স্পোর্টস

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দেশে চালু হওয়া ক্রীড়াভিত্তিক নতুন টিভি চ্যানেল টি-স্পোর্টস। নভেম্বরের শেষ দিকে মাঠে শুরু হওয়া এ ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে প্রথমবারের মতো দেশের ক্রিকেট সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে চ্যানেলটি।

টি-স্পোর্টস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। টি-স্পোর্টস দেশের প্রথম সম্পূর্ণ ক্রীড়া ভিত্তিক টেলিভিশন চ্যানেল।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পাঁচটি দল অংশগ্রহণ করবে। সেগুলো হলো-ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম।

এর আগে প্রেসিডেন্ট'স কাপের ফাইনাল ম্যাচটি টেলিভিশনে দেখানো হয়েচিল। এছাড়া সবগুলো ম্যাচ ইউটিউব চ্যানেলে সম্প্রচার করে বিসিবি। তবে এবার টুর্নামেন্টের শুরু থেকেই সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে দেশের প্রথম স্পোর্টসভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস।

বসুন্ধরা তথা ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের এ টিভি চ্যানেলটি মুজিববর্ষ উপলক্ষে ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলের সম্প্রচার স্বত্ত্বও পেয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দল চূড়ান্ত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দল চূড়ান্ত

সবার শেষে সাকিবের ফিটনেস টেস্ট

সবার শেষে সাকিবের ফিটনেস টেস্ট

ফিটনেস টেস্টে উত্তীর্ণ আশরাফুল

ফিটনেস টেস্টে উত্তীর্ণ আশরাফুল

দারিদ্রতা তাদের বড় বাঁধা

দারিদ্রতা তাদের বড় বাঁধা