আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তবে মস্তিষ্কের সফল অস্ত্রোপচার শেষে ভালো আছেন তিনি। ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলডো লুকে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘পোস্ট অপারেটিভ পর্বে আমরা দিয়েগোর মধ্যে কিছুটা বিভ্রান্তি লক্ষ্য করেছি। এমন পরিস্থিতিত থেখে ম্যারাডোনাকে মুক্ত করার জন্য চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন থেরাপিস্টরা।’
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি লুকে। তবে ম্যারাডোনার মধ্যে দীর্ঘ দিনের অ্যালকোহল পানের নেশা রয়েছে। জনসমক্ষে তিনি কোকেন সেবন ছেড়ে দিয়েছেন বলে জানালেও গণমাধ্যম ও তার বন্ধু মহলের দাবি তিনি অ্যালকোহল পান বন্ধ করেননি।
এর আগে সার্জেন্টদের ৮০ মিনিট ধরে অস্ত্রোপাচার শেষে মঙ্গলবার বুয়েন্স আয়ার্সের একটি প্রাইভেট ক্লিনিকের বাইরে সংবাদ সম্মেলনে ৬০ বছর বয়সি ম্যারাডোনার অবস্থা জানিয়ে তিনি বলেছিলেন, ম্যারাডোনা ভালো অবস্থায় আছেন।
সে সময় লুকে বলেন, ‘প্রত্যাশার থেকেও দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোন। আমরা সবাই বিষয়টি নিয়ে খুশি ও বিস্মিত। আমি এই মাত্রই তাকে দেখে আসলাম। তিনি খুব ভালো মেজাজে আছেন। কিন্তু আমাদের সকলের খুব সতর্ক থাকতে হবে। কারণ, আমরা অস্ত্রোপচার পরবর্তী সময়টা পার করছি যা খুবই স্পর্শকাতর। মাত্রই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ কারণে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আমরা সকলেই সুখবর শোনার অপেক্ষায় আছি।’
এখন সর্বশেষ লুকে বলেন, ‘ম্যারাডোনা রোগ নির্ণয়ে সম্মতি দিয়েছেন এবং হাসপাতালে থাকবেন। চিকিৎসকরা অবশ্য সাবেক এ ফুটবল তারকার অবস্থা দেখে সন্তুষ্ট। তিনি হাটতে পারছেন, আমার সাথে কথা বলেছেন। তবে এখনই কিছু বলার সময় আসেনি। তবে বেশ ভালোভাবেই সুস্থতা ফিরে পাচ্ছেন।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]