সোহেল রানায় চিকিৎসায় ক্রীড়া প্রতিমন্ত্রীর লাখ টাকা অনুদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০১ পিএম, ০৬ নভেম্বর ২০২০
সোহেল রানায় চিকিৎসায় ক্রীড়া প্রতিমন্ত্রীর লাখ টাকা অনুদান

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মো. সোহেল রানার লিগামেন্ট চিকিৎসায় এক লাখ টাকা অনুদান দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে সোহেল রানার হাতে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এ অর্থ তুলে দেওয়া হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সোহেল রানার হাতে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী এ অর্থ তুলে দেন। এ সময় ক্রীড়া সচিব মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন।

চেক প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়রা দেশের সম্পদ। তারা রাষ্ট্রের দূত হিসেবে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তাদের সুখে-দুঃখে সবসময় আমরা পাশে থাকতে চাই।’

অচিরেই সোহেল রানা সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ফুটবলার সোহেল রানা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছেন জামাল ভূঁইয়া

ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছেন জামাল ভূঁইয়া

ফিফা র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ, ভারতের অবনতি

ফিফা র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ, ভারতের অবনতি

শ্যুটিংয়ের সোনালি অতীত ফেরাতে কাজ করছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

শ্যুটিংয়ের সোনালি অতীত ফেরাতে কাজ করছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী