বার্সেলোনার সঙ্গে বিরোধ তৈরি হওয়ায় ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলিয়ে আরেক মৌসুমের জন্য প্রিয় ক্লাবে থেকে যান রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি।
ফুটবল যাদুকর মেসির ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবও চেয়েছিলেন বার্সেলোনা ছেড়ে অন্য কোন ক্লাবে খেলুক মেসি। ম্যানচেস্টার সিটি বা পিএসজিতে গেলে মেসি ভালো করতেন বলেও মনে করেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার।
নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো ভিডিও বার্তার মাধ্যমে সাংবাদিক ও ভক্তদের নানা প্রশ্নের জবাবে সাকিব এসব কথা বলেন।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে মেসি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সত্যি বলতে, আমি চাচ্ছিলাম মেসি ছেড়ে (ক্লাব) দিক। বার্সা ছেড়ে ম্যানসিটিতে যাক অথবা পিএসজিতেই যাক।’
তিনি বলেন, ‘আমার ধারণা, ওই দুই জায়গায় গেলে অনেক ভালোভাবে খেলতে পারত, ফ্রি ভাবে খেলতে পারত। যেহেতু ওর ক্যারিয়ারের একদম শেষ সময়। এ বছর আর পরের বছর হয়তো ভালোভাবে উপভোগ করতে পারত, যেটা হয়তো বার্সেলোনাতে অতটা সম্ভব নয়। কারণ, গত তিন-চার বছর ওর একার ওপর অনেক চাপ।’
তবে শেষ পর্যন্ত মেসি বার্সেলোনাতে থেকে যাওয়ায় সেরাটা দিয়ে ক্লাবকে ট্রফি এনে -এমনটাই চাওয়া সাকিব আল হাসানের।বলেন, ‘শেষ পর্যন্ত যেহেতু বার্সেলোনাতেই আছে সে, আমি চাইব, নিজের সেরাটা দিয়ে বার্সেলোনাকে শিরোপা এনে দিয়ে যেন বের হতে পারে, যদি পরের বছর বের হতে চায়।’
নিষেধাজ্ঞার সময়ে করোনার কারণে খেলা বন্ধ থাকায় খুব বেশি ম্যাচ মিস করতে হয়নি সাকিব আল হাসানকে। ফলে খেলার চেয়ে দেশকে বেশি করেছেন সাকিব। কারণ, নিষেধাজ্ঞার বেশিভার সময়টায় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন তিনি।
সাকিব বলেন, ‘সত্যি কথা বলতে খুব কিছু (খেলা) মিস করিনি। বাংলাদেশকে একটু মিস করেছি। কারণ, বেশিরভাগ সময় বাংলাদেশের বাইরে ছিলাম। সেটা একটু মিস করেছি। এখন আমার মাথায় একটা বিষয়উ রয়েছে, কিভাবে আমি আমার জায়গায় কামব্যাক করবো এবং নিষেধাজ্ঞার আগে আমার পারফরম্যান্সের জায়গায় যত তাড়াতাড়ি ফিরে আসতে পারি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]