প্রেসিডেন্ট কাপ দিয়ে মাঠে ফিরছে হকি টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪১ এএম, ০৬ নভেম্বর ২০২০
প্রেসিডেন্ট কাপ দিয়ে মাঠে ফিরছে হকি টুর্নামেন্ট

কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ আট মাস নির্বাসনে থাকার পর দেশের অন্য ফেডারেশনগুলোর মতো মাঠে গড়াচ্ছে হকি। এ বিষয়ে ইতোমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। যা প্রথম পদক্ষেপ ১৬ নভেম্বর (সোমবার) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রেসিডেন্ট কাপ হকি টুর্নামেন্ট।

ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, চারটি সার্ভিসেস দলসহ মোট ছয়টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সার্ভিসেস দলগুলো হলো- বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনা বাহিনী ও বাংলাদেশ পুলিশ।

ইউসুফ বলেন, অনুর্ধ্ব-২১ দলকে দুই ভাগে বিভক্ত করে টুর্নামেন্টের বাকি দুটি দল গঠন করা হবে। প্রেসিডেন্ট কাপ হকি টুর্নামেন্ট শেষ হওয়ার পর ডিসেম্বরে বিজয় দিবস হকির আয়োজন করা হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য সিনিয়র হকি দলের অনুশীলন শুরু বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ সিনিয়র দলের অনুশীলন ক্যাম্প শুরুর আগে আমরা প্রিমিয়ার লিগ শুরু করার কথা ভাবছি। ১২ নভেম্বর লিগ কমিটির সঙ্গে বৈঠকর কথা রয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে সিনিয়র দলের ক্যাম্প শুরুর বিষয়টি। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে এখনো অনেক সময় বাকি রয়েছে।

২০১৮ সালে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের পর ২১ মাসেরও অধিক সময় পর বাংলাদেশ পুরুষ হকি দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সূচি ছিল। পূর্বের সুচি অনুযায়ী চলতি বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ টুর্নামেন্ট। তবে কোভিড-১৯-এর কারণে তা পিছিয়ে যায়। এখন ২০২১ সালের মার্চের ১১ থেকে ১৯ তারিখে অনুষ্ঠিত হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু ফেডারেশন কাপে বান্দরবান ও আনসারদের জয়লাভ

বঙ্গবন্ধু ফেডারেশন কাপে বান্দরবান ও আনসারদের জয়লাভ

অলিম্পিকের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে

অলিম্পিকের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে

এন্ডারসনের নামে হচ্ছে সড়কের নাম

এন্ডারসনের নামে হচ্ছে সড়কের নাম

মুজিববর্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

মুজিববর্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ