বাড়ি ফিরলেন কপিল দেব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৭ অক্টোবর ২০২০
বাড়ি ফিরলেন কপিল দেব

ফাইল ফটো

হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরেছেন কপিল দেব। বিপদমুক্ত ও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কপিলের এক সময়ের সতীর্থ চেতন শর্মা টুইট করে এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, ‘কপিল এখন পুরোপুরি সুস্থ। তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।’

শুক্রবার (২৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। সেখানে তার অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার পর ক্রিকেট মহল এবং তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, শচিন টেন্ডুলকার ও ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসসহ অনেকে তার আরোগ্য কামনা করে বার্তা দেন।

১৯৭৮ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন কপিল। কিছুদিন পর টেস্টেও অভিষেক ঘটে তার। দু’বারই প্রতিপক্ষ ছিল চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তান।

১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতকে প্রথমবারের মতো ফাইনালে তুলেন ওই আসরে অধিনায়কের দায়িত্বে থাকা কপিল। লর্ডসের ফাইনালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৮৩ রানের পুঁজি নিয়ে শিরোপা জিতেছিলেন কপিলের নেতৃত্বাধীন ভারত।

ওই আসরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৫ রানের ঝকঝকে ইনিংসও খেলেন কপিল। তার ওই ইনিংসের ওপর ভর করেই ফাইনালেও উঠেছিল ভারত।

দেশের হয়ে ১৩১ টেস্টে ৫ হাজার ২৪৮ রান ও ৪৩৪টি উইকেট নিয়েছেন অলরাউন্ডার কপিল। ২২৫টি ওয়ানডেতে ৩ হাজার ৭৮৩ রান ও ২৫৩টি উইকেট নিয়েছেন ৬১ বছর বয়সী কপিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট, থাকছে না বিদেশি ক্রিকেটার

নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট, থাকছে না বিদেশি ক্রিকেটার

করোনা আক্রান্ত রোনালদিনহো

করোনা আক্রান্ত রোনালদিনহো

মদ বিক্রি করে সংসার চালাচ্ছেন স্বর্ণজয়ী ক্যারাটে

মদ বিক্রি করে সংসার চালাচ্ছেন স্বর্ণজয়ী ক্যারাটে

সানজিদার সাথে স্ট্যাম্পগুলোও সেজেছিল হলুদ সাজে

সানজিদার সাথে স্ট্যাম্পগুলোও সেজেছিল হলুদ সাজে