ত্রিদেশীয় নিদাহাস ট্রফি খেলতে বাংলাদেশ ক্রিকেট টিম এখন শ্রীলঙ্কায়। টাইগার দলের সাবেক অধিনায়ক
উইকেট কিপার মুশফিকুর রহিমও রয়েছেন তাদের সঙ্গে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে মাহমুদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিক।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মুশফিক এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘Happiness is this when u find a mosque near your hotel and perform SALAH’ বাংলায়- ‘যদি আপনি নামাজি হন, আর আপনার হোটেলের পাশে যখন কোনো মসজিদ থাকে, তবে এর চেয়ে আনন্দের বা শান্তির আর কিছুই হতে পারে না।’
স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি মসজিদের ছবিও পোস্ট করেছেন তিনি। এর আগে পরিবারের একটি ছবি পোস্ট করে মিস করছেন বলেও জানিয়েছে তিনি।
ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আর টি-টোয়েন্টি সিরিজেও হারার পর দলের মনোবল নড়বড়ে অনেকটাই। শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে তিনটি ভিন্ন সিরিজে হারতে হয়েছে মুশফিকদের।
এরপরও সাকিব আল হাসান থাকছেন না, সেটাও নিশ্চিত হয়ে গেছে। হেড কোচ নেই, অন্তবর্তীকালীন কোচ হিসেবে কোর্টনি ওয়ালশের ওপর চাপও আছে ভালোমতোই। তবে নিজেদের আত্মবিশ্বাসকে ফিরিয়েেআনতে পারলে ভালো করবে বাংলাদেশ, এমনটা প্রত্যাশা টাইগার ভক্তদের।