ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন জাগো নিউজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫২ এএম, ২২ অক্টোবর ২০২০
ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন জাগো নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। বুধবার (২১ অক্টোবর) শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গাজী টিভিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

ফাইনালে প্রতিপক্ষ গাজী টিভির বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে খেলেছে জাগো নিউজ। ম্যাচটিতে দলের পক্ষে হ্যাটট্রিক গোল করেছেন জাগো নিউজের অধিনায়ক মনিরুজ্জামান উজ্জ্বল।

দলের পক্ষে এমন অবদানে তিনি নির্বাচিত হয়েছেন ফাইনাল ম্যাচে ম্যাচসেরা খেলোয়াড়। এছাড়া পুরো টুর্নামেন্টে ভালো খেরার জন্য ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও উঠেছে মনিরুজ্জামান উজ্জ্বলের হাতে। টুর্নামেন্টে দুটি হ্যাটট্রিকসহ মোট ১০টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন তিনি।

এর আগে সোমবার দৈনিক নয়া দিগন্তকে ৬-০ গোলে হারিয়ে শীর্ষ আটে জায়গা করে নেয় জাগো নিউজ। পরে মঙ্গলবার ডেইলি সানের বিরুদ্ধে ৩-১ গোলের জয়ে সেমিতে এবং মঙ্গলবার সকালে সেমিফাইনাল ম্যাচে বার্তা২৪কে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে জাগো নিউজ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

সানজিদার সাথে স্ট্যাম্পগুলোও সেজেছিল হলুদ সাজে

সানজিদার সাথে স্ট্যাম্পগুলোও সেজেছিল হলুদ সাজে

মদ বিক্রি করে সংসার চালাচ্ছেন স্বর্ণজয়ী ক্যারাটে

মদ বিক্রি করে সংসার চালাচ্ছেন স্বর্ণজয়ী ক্যারাটে

চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন

চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন