বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সানজিদা ইসলাম ক্রিকেটার মীম মোসাদ্দেককে বেছে নিয়েছেন জীবন সঙ্গী হিসেবে। রংপুরে ১৭ অক্টোবর () তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার আগে ১৬ অক্টোবর () হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান।
সানজিদার মতো শীর্ষ পর্যায়ে না খেললেও মোসাদ্দেকের নাম-ডাক রয়েছে স্থানীয় ক্রিকেটে। জাতীয় লিগে রংপুরের বিভাগের হয়ে খেলা মোসাদ্দেক বর্তমানে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলছেন। ছয় বছরের প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের পিড়িতে বসেছেন তারা।
এদিকে তাদের বিয়ে সংবাদের চেয়ে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত হচ্ছে তা হলো- সানজিদা ইসলামের বিয়ের সাঁজে ব্যাট হাতের কিছু ছবি। নেট দুনিয়ায় সানজিদার বেশ কয়েকটি ছবি রীতিমত ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল হওয়া সেসব ছবিতে দেখা যায়, গায়ে হলুদের শাড়ি পড়া অবস্থায় ব্যাট করছেন সানজিদা ইসলাম। শুধু যে সানজিদা নিজে হলুদে সেঁজেছেন তা নয়, স্টেডিয়ামের মাটিতে পুতে রাখা তিনটি স্ট্যাম্পকেও রাঙানো হয়েছে হলুদ সাঁজে। এছাড়া বিয়ের আসরে বর মোসাদ্দেকের সাথেও তার ছবি রয়েছে।
ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ২০০৯ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সানজিদা ইসলাম। এরপর ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে অভিষেক হয় তার।
টি-টোয়েন্টি খেলার দুই বছর পর ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেকের পর এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া ২০১৮ সালে এশিয়া কাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সানজিদা ইসলাম।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]