ভক্তদের স্বাক্ষরকৃত ব্যাট ও টি-শার্ট দেবেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৩ এএম, ১৬ অক্টোবর ২০২০
ভক্তদের স্বাক্ষরকৃত ব্যাট ও টি-শার্ট দেবেন সাকিব

প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার অন্যতম একটি উপায় হলো বার বার সাবান-পানি দিয়ে হাত ধোয়া। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসের বিষয়ে সচেতনাল অংশ হিসেবে প্রাথমিক শিক্ষায় ‘H for Handwashing’ যুক্ত করার প্রস্তাব দিয়েছে লাইফবয়।

জনসচেনতার অংশ হিসেবে ‘H for Handwashing’-এর বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সঙ্গে ভক্তদের জন্য তার স্বাক্ষর করা ব্যাট ও টি-শার্ট দেওয়া অফারও দিয়েছেন সাকিব।

সাকিব আল হাসান বলেন, ‘আমার সিগনেচারসহ ব্যাট এবং টি-শার্ট পেয়ে যেতে পারেন আপনার হাতের কাছে থাকা যেকোনো কিছু দিয়ে ক্রিয়েটিভভাবে ‘H’ বানিয়ে! ১৫ অক্টোবর ‘গ্লোবাল হ্যান্ডওয়াশিং ডে’ উপলক্ষে ‘H for Handwashing’ এবং ‘হ তে হাত ধোয়া’ প্রাথমিক শিক্ষায় যুক্ত করার প্রস্তাব দিয়েছে লাইফবয়।’

তিনি বলেন, ‘সবার মাঝে এটি ছড়িয়ে দিতে দেরি না করে আপনার বানানো ক্রিয়েটিভ ‘H’ এর ছবি লাইফবয় ফেসবুক পেইজের মেসেজ অপশনের (http://m.me/lifebuoybangladesh) মাধ্যমে পাঠিয়ে দিন। সেখান থেকে নির্বাচিত সেরা ১০ জন পেয়ে যাবেন আমার সিগনেচারসহ ব্যাট এবং পরবর্তী সেরা ১০০ জনকে পাঠানো হবে আমার সিগনেচারসহ টি-শার্ট।’

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে অংশগ্রহণের নিয়মাবলীও জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান।

নিয়মাবলী হলো-
১. ক্রিয়েটিভভাবে বানানো ‘H’ এর পরিষ্কার ছবি লাইফবয়ের ফেসবুক পেইজের মেসেজ অপশনের মাধ্যমে (http://m.me/lifebuoybangladesh) পাঠাতে হবে।
২. পাঠানো ছবির জন্য একটি ইউনিক কোড দেওয়া হবে, যা পরবর্তীতে যোগাযোগের জন্য এ কোড ব্যবহার করা হবে।
৩. অংশগ্রহণ করার শেষ সময় ৩১ অক্টোবর ২০২০ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এছাড়া বিস্তারিত জানতে লাইফবয় বাংলাদেশের ফেসবুক পেজ (facebook.com/lifebuoybangladesh) ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

# প্রতিযোগিতার শর্তাবলি

উল্লেখ্য, ভারতীয় জুয়াড়ির কাছ থেকে পাওয়া ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অপরাধে নিষেধাজ্ঞায় রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। যা চলতি মাস অক্টোবরের ২৮ তারিখ শেষ হচ্ছে। মুক্তির পর ২৯ অক্টোবর থেকে মাঠে ফিরতে পারবেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই কন্যার বাবা আমি, আর চুপ থাকতে পারি না : সাকিব

দুই কন্যার বাবা আমি, আর চুপ থাকতে পারি না : সাকিব

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

‘সাকিব থাকলে আইপিএলে ফেভারিট হতো হায়দারাবাদ’

‘সাকিব থাকলে আইপিএলে ফেভারিট হতো হায়দারাবাদ’

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব