হেমন্তের আগমনে বিদায় নিচ্ছে শরৎ। তবে বিদায়ের শেষ দিকে গত কয়েকদিন ধরেই ঢাকায় বৃষ্টি হচ্ছে। প্রেসিডেন্ট’স কাপের প্রথম দুই ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। দুটি ম্যাচে ঠিক একই সময়ে বৃষ্টির কারণে বন্ধ রাখতে হয়েছিল খেলা। তবে তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শরতের শেষ দিনে (৩০ আশ্বিন) বৃহস্পতিবার ঢাকা আকাশে মেঘের আবহ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। স্পোর্টসমেইল২৪.কম-কে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকার আকাশে আজ (বৃহস্পতিবার) রাত ৯টা পর্যন্ত বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে আকাশে রোদ-মেঘের এ খেলা থাকবে। শরতের শেষ দিকে হঠাৎ বৃষ্টি হলেও সেটিও খুব বেশি নয়, হালকা। তবে আজ এমনটারও সম্ভাবনা নেই।
এদিকে প্রেসিডেন্ট’স কাপের প্রথম দুই ম্যাচেেই বৃষ্টি হানা দিয়েছিল। প্রথম ম্যাচে রোববার (১১ অক্টোবর) নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচের তৃতীয় ওভারে শেষ বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। তবে বৃষ্টি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী না হওয়া কিছুক্ষণ পরেই খেলা শুরু করা হয়।
তবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে একই সময়ে হানা দেওয়া বৃষ্টির কারণে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলা প্রেসিডেন্ট’স কাপের খেলা ১ ঘণ্টা ৫০ মিনিট বন্ধ রাখা হয়। ঝড়ো বৃষ্টির কারণে এ দীর্ঘ সময় খেলা বন্ধা থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়। ৫০ ওভারের ম্যাচ খেলা হয় ৪৭ ওভারে। যদি কোন দল নির্ধারিত ওভার খেলতে পারেনি।
বিসিবির আয়োজনে এ ঘরোনা টুর্নামেন্টে বৃস্পতিবার তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে প্রথম ম্যাচে জয় তুলে এগিয়ে থাকা নাজমুল একাদশ এবং দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহদের কাছে পরাজিত দল তামিম একাদশ। মিরপুরে খেলাটি শুরু হবে বাংলোদেশ সময় দুপুর দেড়টায়।
প্রেসিডেন্ট’স কাপের সবগুলো ম্যাচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনলাইনে সরাসরি সম্প্রচার করছে। বিসিবির সৌজন্যে স্পোর্টসমেইল২৪.কমের ওয়েবসাইটেও সরাসরি দেখানো হচ্ছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]