বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাবা সৈয়দ আলি গাজী মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
সৈয়দ আলি গাজী দীর্ঘ দিন ধরে লিভার সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। বাফুফের মিডিয়া নির্বাহী খালিদ মাহমুদ নওমী বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) মরহুমের দাফন করা হবে।
সাবিনা খাতুনের বাবার মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিসহ নির্বাহী কমিটির সকল সদস্য এবং বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। একই সাথে তারা নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পাশাপাশি বসুন্ধরা কিংসের হয়েও খেলেন সাবিনা খাতুন। দলের ফরোয়ার্ডের মৃত্যুতে বসুন্ধরা কিংসের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। বাবা সৈয়দ আলী গাজীর মৃত্যুর সংবাদ জানিয়ে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বসুন্ধরা কিংস।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]