ফুটবল বিশ্বকাপের কারণে আতঙ্কে ভুগছেন স্বাগতিক রাশিয়ার বড় ব্যবসায়ীরা। কারণ আসন্ন বিশ্বকাপ উপলক্ষে কোন রকম দুর্ঘটনা বা সন্ত্রাসী হামলার হুমকিমুক্ত থাকতে টুর্নামেন্টের সময় নির্বাহী ক্ষমতাবলে অন্তত কয়েক ডজন মিল-কারখানা বন্ধ রাখার কথা ভাবছে রুশ কর্তৃপক্ষ।
উৎপাদণ বন্ধ রাখার মাধ্যমে আর্থিক ত্যাগ স্বীকার করে হলেও প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনকে নির্বিঘ্ন করার দিকে মনোযোগ রাশিয়ার। আগামী ১৪ জুন থেকে সেখানে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট।
তবে বিষয়টিকে বাঁকা চোখেও দেখছেন অনেকে। এ জন্য হাজার হাজার শ্রমিককে অন্তত পাঁচ সপ্তাহ বিনা বেতনে দিন কাটাতে হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কেমিক্যাল প্লান্ট ও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখাটাই হবে বেশি ঝুকিপূর্ণ।
স্বনামধন্য নিরাপত্তা বিশ্লেষক পাভেল ফেলগেনহায়ের বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত সাময়িকভাবে বাহবা কুড়াতে পারলেও প্রকৃত নিরাপত্তা ব্যবস্থায় কিছুই করতে পারবে না। এটি হচ্ছে সোভিয়েতদের একটি ঐতিহ্যবাহী লোক দেখানো উদ্যোগ।’