প্রতিবেশীকে পানি দিতে গিয়ে খুন হন ফিলান্ডারের ভাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪২ এএম, ০৯ অক্টোবর ২০২০
প্রতিবেশীকে পানি দিতে গিয়ে খুন হন ফিলান্ডারের ভাই

নিজ বাড়ির পাশেই খুন হয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক পেসার ভারনন ফিলান্ডারের ছোট ভাই টাইরন।বুধবার (৭ অক্টোবর) কেপটাউনে নিজ বাড়ির পাশে টাইরনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। খুনিদের খুঁজে বের করতে চেষ্টা করছে কেপটাউন পুলিশ।

দক্ষিণ আফ্রিকান সংবাদ মাধ্যমগুলো বলা হয়, প্রতিবেশীর বাড়িতে পানি পৌঁছে দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ৩২ বছর বয়সী টাইরন। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে তা এখনো অজানা।

এদিকে এক বিবৃতিতে ফিলান্ডার বলেছেন, ‘র‌্যাভেন্সমিডে বাড়ির পাশে এ খুনের ঘটনায় আমরা শোকাহত। এ কঠিন সময়ে আমাদের পরিবারের পাশে থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঘটনাটি এখন পুলিশি তদন্তে আছে।

সত্য উৎঘাটনের সংবাদ মাধ্যমের সাহায্যও চেয়েছেন ভারনন ফিলান্ডার। বলেন, ‌‘আমরা মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি, তারা যেন পুলিশকে তদন্তের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার সুযোগ দেয়। টাইরন সবসময় আমাদের হৃদয়ে থাকবে। তার আত্মা শান্তি পাক এ প্রার্থনাই করি।’

চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ফিলান্ডার দেশের হয়ে ৬৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে এবং সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ভাইয়ের এমন মৃত্যুতে মুষড়ে পড়েছে পুরো পরিবার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিয় এমসিজি থেকে জোন্সের শেষ বিদায়

প্রিয় এমসিজি থেকে জোন্সের শেষ বিদায়

ধর্ষক চেহারায় নয়, মানসিকতায় কুৎসিত : মাশরাফি

ধর্ষক চেহারায় নয়, মানসিকতায় কুৎসিত : মাশরাফি

গাভাস্কারের মন্তব্যে চটেছেন আনুশকা

গাভাস্কারের মন্তব্যে চটেছেন আনুশকা

নতুন চুক্তিতে বিতর্কের মুখে ধোনি

নতুন চুক্তিতে বিতর্কের মুখে ধোনি