প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক কর্মকাণ্ডকে স্মরণীয় করে রাখতে এবং তার প্রতি সম্মান জানিয়ে চলতি বছর থেকে ‘শেখ হাসিনা যুব স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড’ চালুর উদ্যোগ গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এ ঘোষণা দিয়েছেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবেলায় শেখ হাসিনার সফল নেতৃত্ব বিশ্বে এক নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব নেতৃবৃন্দ করোনাভাইরাস প্রতিরোধে আমাদের প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন এবং তা নিজ নিজ দেশে অনুসরণ করছেন। জননেত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম সেরা মানবিক প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন।’
রাসেল বলেন, এ বছর ‘শেখ হাসিনা যুব স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড -২০২০’ পুরস্কার প্রদানের ক্ষেত্রে যে সকল যুবক কোভিড-১৯ মোকাবিলায় মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে দেশে এবং বিদেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে বিবেচনায় নেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্য শেষে গাজীপুর জেলার ৮৫ জন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে জনপ্রতি ৫০হাজার টাকা করে মোট ৪২ লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করেন এবং ৮০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে মোট ২৩ লাখ ৬০ হাজার টাকার অনুদান প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার ও জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]