ধর্ষণ ও নারী নির্যাতন জঘন্যতম একটি অপরাধ হলেও বাংলাদেশে দিন দিন এর পরিমাণ বাড়ছে। বখাটেদের হাত থেকে বৃদ্ধা-শিশু কেউ রেহায় পাচ্ছে না। সম্প্রতি সিলেটের এমসি কলেজে লোমহর্ষক গণধর্ষণের পর নোয়াখালীতেও ঘটেছে বর্বর নির্যাতন।
একের পর এক এমন বর্বরোচিত ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। নির্যাতনকারীদের বিচারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজপথে শুরু হয়েছে প্রতিবাদ। বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানও এক ফেসবুক পোস্টে সারাদেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে সবাইকে আহ্বান জানিয়েছেন রুখে দাঁড়ানোর।
‘নারীদের বিরুদ্ধে সমস্ত সহিংসতা শেষ’ লিখা একটি প্রতিবাদী ছবি প্রকাশ করে ক্যাপশনে সাকিব লিখেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি, আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সবধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।’
অপরাধের বিপক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সাকিব লিখেন, ‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই। ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।’
শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় বিকেএসপিতে ২৫ দিনের ঘাম ঝড়ানো শেষে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে ফিরে গেছেন সাকিব আল হাসান। সেখান থেকেই দেশের ধর্ষণের ভয়াবহতা রুখতে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি।
সাকিব বলেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে।’
অপরাধ বা অপরাধীর বিরুদ্ধে রুখে না দাঁড়ালে তার পরিণতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। বলেন, ‘মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই়, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]