জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন ক্রিকেটার মুশফিকুর রহিম। বাংলাদেশে শিশু অধিকার এবং যুবসমাজে সচেতনতা তৈরিতে ইউনিসেফের সঙ্গে কাজ করবেন তিনি। রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।
মুশফিকের আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন।
২০১৩ সাল থেকে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন সাকিব আল হাসান। হাবিবুল বাশার এবং মোহাম্মদ আশরাফুল কাজ করেছেন ২০০৫ সালে। তরুণ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজও ইউনিসেফের সঙ্গে যুক্ত রয়েছে।
শুভেচ্ছাদূত মনোনীত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুশফিক। বলেন, শিশু অধিকার এবং ইউনিসেফের কাজ- দুটোই আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং নিজের কথাগুলো ছড়িয়ে দিতে এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি আরও বলেন, একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি শিশুদের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে মানুষকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করবো।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]