শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফেরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকতায় ক্রিকেটারদের জৈব-সুরক্ষা পরিবেশে রেখে চারদিন পর আবারও শুরু হলো অনুশীলন।
বিসিবির সূচি অনুযায়ী ১৫ দিনের অনুশীলনে বৃহস্পতিবার (১ অক্টোবর) ছিল প্রথম দিন। স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর উপলক্ষে জিও (সরকারি আদেশ) প্রাপ্ত ২৭ জন ক্রিকেটারের মাঝে একমাত্র আবু জায়েদ রাহি ছাড়া বাকি সবাই উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর আড়াইটার দিকে ব্যাটে-বলে মূল অনুশীলন শুরু হওয়ার আগে ফটোশেসন করেন টাইগার ক্রিকেটাররা।করোনা পরবর্তী এতদিনে টাইগারদের অনুশীলনে এমনটা চোখে পড়েনি। ‘ভাইরাস মুক্ত’ স্টেডিয়ামে সকলের মুখে কারো রঙের মাস্ক। ইমরুল কায়েসের মুখে মাস্ক ছিল বলে তিনিও দৌড়ে গিয়ে মাস্ক নিয়ে আসলেন। তবে কিছুক্ষণ পরেই জানা গেল মূল কারণ।
টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের গড়া ফাউন্ডেশন ‘এমআর১৫ ফাউন্ডেশন’ থেকে ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ এবং মাঠ কর্মীদের জন্য বিশেষ মাস্ক উপহার দেওয়া হয়েছে। মুশফিকের দেওয়া সেই মাস্ক পড়েই সবাই গ্রুপ ছবি তুলেছেন। মুশফিকের দেওয়া প্রতিটি মাস্কে তার এমআর১৫ ফাউন্ডেশনের লোগো রয়েছে।
করোনাকালে নিরাপত্তা বলয়ে চলা অনুশীলনে জাতীয় দলের বহর থাকা সকল ক্রিকেটার (রাহি ছাড়া) ফটোশেসনে অংশ নেন। কোচিং স্টাফের সবাই এ সময় উপস্থিত ছিলেন। তাদের পাশেই উত্তর-দক্ষিণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছবি তোলেন মাঠকর্মীরাও।
করোনাসহ সকল দুর্যোগে দেশের সাধারণ মানুষদের পাশে দাঁড়াতেই মুশফিকুর রহিম প্রতিষ্ঠা করেছেন ‘এমআর১৫ ফাউন্ডেশন।’ এ ফাউন্ডেশনের ব্যানারে প্রথমবারের মতো সম্প্রতি বন্যাদুর্গত ৩শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]