প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে অভিনন্দনে সিক্ত করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ শুভেচ্ছা জানান টাইগার ক্রিকেটারার।
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা তার ফেসবুক পাতায় প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে লিখেন, ‘শুভ জন্মদিন-বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্থপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
প্রধানমন্ত্রীকে উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে অভিহিত করে অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেন, ‘বিশেষ এ দিনে আপনার প্রতি শুভকামনা জানাচ্ছি। দেশের জন্য আপনার অবিরাম ভালোবাসা, কঠোর পরিশ্রম ও একাগ্রতা আমাদেরকেও উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ার কাজে সহায়তার জন্য অনুপ্রাণীত করছে। আমাদের এ জাতিকে এগিয়ে নিয়ে যেতে আপনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করছি। শুভ জন্মদিন আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
প্রধানমন্ত্রীকে সবার প্রেরণার উৎস অবিহিত করে ওপেনার তামিম ইকবাল লিখেন, ‘আপনার নেতৃত্ব, লক্ষ্য ও আত্মোৎসর্গ আমাদেরকে নিত্য উৎসাহ যুগিয়ে যাচ্ছে। শুভ জন্মদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করে মুশফিকুর রহিম লিখেন, ‘শুভ জন্মদিন আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার সুস্বাস্থ্য ও সুখী জীবনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।’
প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাহমাদউল্লাহ রিয়াদ লিখেন, ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’
প্রধানমন্ত্রীর সাথে ছবি প্রকাশ করে টাইগার পেসার রুবেল হোসেন লিখেন, ‘শুভ জন্মদিন, মাদার অব হিউম্যানিটি, বাংলাদেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিস্ময়কর নিপুণ দক্ষতায় আপনার নেতৃত্বে বাংলাদেশ সকল ষড়যন্ত্রের মধ্যেও এগিয়ে
যাচ্ছে উন্নয়নের মহাসড়ক দিয়ে। আমরা গর্বিত আপনার মতো এমন একজন মানুষকে রাষ্ট্রনায়ক হিসাবে পেয়ে। মহান আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৫ সন্তানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]