জোন্সের মৃত্যুতে স্ত্রীর আবেগঘন বার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২০
জোন্সের মৃত্যুতে স্ত্রীর আবেগঘন বার্তা

ফাইল ফটো

ভারতের মুম্বাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৯ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ডিন জোন্স। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএল আসরে ধারাভাষ্যকার হিসেবে স্টার স্পোর্টসের সাথে যুক্ত থাকায় ভারতে অবস্থান করছিলেন জোন্স।

স্বামী জোন্সের এমন আকস্মিক মৃত্যুতে মুষড়ে পড়েছেন স্ত্রী জেন জোন্স। ১৯৮৬ সালে জেনকে বিয়ে করেন জোন্স। ৩৪ বছর ধরে জোন্সের সাথে সংসার করছেন জেন। জোন্সের এমন মৃত্যুতে আবেগঘন এক বার্তা দিয়েছেন জেন।

আবেগঘন বার্তায় জেন বলেন, ‘যখন শুনলাম ডিন ভারতে মৃত্যুবরণ করেছে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য বিষয় ছিল। আমি ও আমার মেয়েরা ভেঙে পড়েছিলাম। আমার ভালোবাসার মানুষ, আমার সুন্দর স্বামী, যে প্রাণশক্তিতে ভরপুর ছিল, সে আমাদের ছেড়ে চলে গেছে, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। আমাদের বিশাল এক শূন্যতায় ফেলে গেল জোন্স। যা কখনো পূরণ হবে না। আমাদের সুন্দর সব স্মৃতি উপহার দিয়ে বিদায় নিয়েছেন তিনি। তাই তার স্মৃতিগুলোই আমাদের জীবদ্দশায় সম্বল হয়ে থাকবে।’

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভারতের মুম্বাইয়ে ৫৯ বছর বয়সে মারা যান অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ডিন জোন্স। সকালে হোটেলে ব্রেকফাস্টের পর হোটেলেই সহকর্মীদের সাথে আড্ডা দিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই পড়ে যান জোন্স। জোন্সকে মাটি থেকে তোলার চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। পরে অ্যাম্বুলেন্সে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জোন্সকে মৃত ঘোষণা করেন।

ব্রেট লির প্রতি কৃতজ্ঞতা এবং উপমহাদেশের প্রতি ভালোবাসা জানিয়ে জেন বলেন, ‘জোন্সের মৃত্যুর পরে অনেকে আমাদের খোঁজ নিচ্ছেন। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ লির কাছে। জোন্সকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন লি। তার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এছাড়া আমরা উপমহাদেশ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমরা আবেগে-আপ্লুত। আমি বলতে চাই, জোন্স উপমহাদেশের ক্রিকেটকে খুব ভালোবাসতেন।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জোন্সের মৃত্যুতে বিসিবির শোক

জোন্সের মৃত্যুতে বিসিবির শোক

আইপিএলের ধারাভাষ্য দিতে এসে ভারতে মারা গেলেন ডিন জোন্স

আইপিএলের ধারাভাষ্য দিতে এসে ভারতে মারা গেলেন ডিন জোন্স

প্রেমিকাসহ রেফারি খুন

প্রেমিকাসহ রেফারি খুন

গাভাস্কারের মন্তব্যে চটেছেন আনুশকা

গাভাস্কারের মন্তব্যে চটেছেন আনুশকা