গাভাস্কারের মন্তব্যে চটেছেন আনুশকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২০
গাভাস্কারের মন্তব্যে চটেছেন আনুশকা

আইপিএলের চলতি আসরের ষষ্ঠ ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচে ৬৯ বলে অপরাজিত ১৩২ রান করা পাঞ্জাব অধিনায়কের দু‘টি ক্যাচ ফেলেছেন কোহলি। ম্যাচটিতে ৯৭ রানে হেরে গেছে কোহলির দল।

কোহলির ক্যাচ ছাড়ার সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। আইপিএলের ধারাভাষ্য দেওয়ার সময় কোহলির ক্যাচ মিসের সাথে তার স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মাকে জড়িয়ে ‌‘আপত্তিকর’ মন্তব্যও করেন গাভাস্কার।

তিনি বলেন, ‘এ যে লকডাউন ছিল, সেই সময় কোহলি শুধুই আনুশকার বোলিংয়ে অনুশীলন করেছে। সেই অনুশীলনের ভিডিওটা আমি দেখেছি, তাতে কিছুই হয়নি।’

আরও পড়ুন > লজ্জাজনক পরাজয়ের ম্যাচে কোহলিকে বড় অংকের জরিমানা

গাভাস্কারের এমন মন্তব্য শুনে চটেছেন আনুশকা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘মিস্টার গাভাস্কার আপনার মন্তব্য কুরুচিপূর্ণ। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রীকে দায়ী করার মতো ভাবনা আপনি কী করে ভাবলেন? আমি আপনার কাছে জানতে চাই, আপনি কেন একজন স্ত্রীর উপর তার স্বামীর খারাপ খেলার জন্য দোষারোপ করছেন!’

তিনি আরও বলেন, ‘প্রতিটি ক্রিকেটারের ব্যক্তিগত জীবন ও খেলা সম্পর্কে মন্তব্য করার সময় আপনি কি মনে করেন না যে, আমার এবং আমাদের প্রতি সমান সম্মান থাকা উচিত? এখন ২০২০ সাল চলছে। এ ভদ্রলোকের খেলায় আপনি একজন কিংবদন্তি। আপনি যখন এ কথাটি বলেছেন, তখন আমি কি অনুভব করেছি, তা কেবল আপনাকেই বলতে চেয়েছিলাম।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাঞ্জাবের রান পাহাড়ে চাপা পড়ে হেরে গেল বেঙ্গালুরু

পাঞ্জাবের রান পাহাড়ে চাপা পড়ে হেরে গেল বেঙ্গালুরু

আইপিএল থেকে ছিটকে গেলেন মার্শ, ঢুকলেন হোল্ডার

আইপিএল থেকে ছিটকে গেলেন মার্শ, ঢুকলেন হোল্ডার

নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে পাত্তাই পেল না কলকাতা

নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে পাত্তাই পেল না কলকাতা

পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দলের কোয়ারেন্টাইন নেই

পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দলের কোয়ারেন্টাইন নেই