নতুন চুক্তিতে বিতর্কের মুখে ধোনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২০
নতুন চুক্তিতে বিতর্কের মুখে ধোনি

আইপিএলের ত্রয়োদশ আসর শুরুর আগে বির্তকের জন্ম দিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চীন ভিত্তিক মোবাইল ফোন কোম্পানি অপ্পো’র সাথে চুক্তি করেছেন তিনি।

চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনার জের ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর থেকে মোবাইল কোম্পানি ভিভোকে বাদ দেওয়া হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় অপ্পো’র এক বিজ্ঞাপনে ভারতীয় সাবেক অধিনায়ক ধোনিকে দেখা গেছে।

বিজ্ঞপনের ভিডিওর ক্যাপশনে লেখা, ‘বি দ্য ইনফিনিট।’ সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ করেছে অপ্পো।

টুইটারে সেই ভিডিও দিয়ে তারা লিখেছে, ‘ক্রিকেট মাঠে যাকে আপনারা মিস করেন, সেই এমএস ধোনি মাঠে ফিরছেন।’

ভিভোকে সরিয়ে এবারের আইপিএলের টাইটেল স্পন্সর করা হয়েছে ভারতীয় ফ্যান্টাসি গেমভিত্তিক প্রতিষ্ঠান ড্রিম ইলেভেন। সেখানে ধোনির এমন কর্মে ভারতে ‍শুরু হয়েছে নতুন বিতর্ক।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে নেই উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে না চিয়ারগার্লদের নৃত্য

আইপিএলে নেই উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে না চিয়ারগার্লদের নৃত্য

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

ফিরেই অধিনায়কত্ব পাচ্ছেন না সাকিব, বিসিবির ভাবনায় ভিন্ন কিছু

প্রথমবারের মতো আইপিএল সঞ্চালনায় নেরোলি মেডোজ

প্রথমবারের মতো আইপিএল সঞ্চালনায় নেরোলি মেডোজ

৬ ভাষায় আইপিএল সম্প্রচার, ধারাভাষ্যে ৯০ জন

৬ ভাষায় আইপিএল সম্প্রচার, ধারাভাষ্যে ৯০ জন