আইপিএলের ত্রয়োদশ আসর শুরুর আগে বির্তকের জন্ম দিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চীন ভিত্তিক মোবাইল ফোন কোম্পানি অপ্পো’র সাথে চুক্তি করেছেন তিনি।
চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনার জের ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর থেকে মোবাইল কোম্পানি ভিভোকে বাদ দেওয়া হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় অপ্পো’র এক বিজ্ঞাপনে ভারতীয় সাবেক অধিনায়ক ধোনিকে দেখা গেছে।
বিজ্ঞপনের ভিডিওর ক্যাপশনে লেখা, ‘বি দ্য ইনফিনিট।’ সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ করেছে অপ্পো।
The man we’ve missed on the cricket field, the Captain Extraordinaire MS Dhoni is here to inspire us to fight all hindrances, get back on our feet and #BeTheInfinite with the new #OPPOReno4Pro. Get ready for the release of this emotional ride on 24th September! pic.twitter.com/TgQ97MpuoY
— OPPO India (@oppomobileindia) September 17, 2020
টুইটারে সেই ভিডিও দিয়ে তারা লিখেছে, ‘ক্রিকেট মাঠে যাকে আপনারা মিস করেন, সেই এমএস ধোনি মাঠে ফিরছেন।’
ভিভোকে সরিয়ে এবারের আইপিএলের টাইটেল স্পন্সর করা হয়েছে ভারতীয় ফ্যান্টাসি গেমভিত্তিক প্রতিষ্ঠান ড্রিম ইলেভেন। সেখানে ধোনির এমন কর্মে ভারতে শুরু হয়েছে নতুন বিতর্ক।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]