বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ম্যানেজার এ এস এম ফারুক মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বিসিবির প্রধান নিরাপত্তা ও ফারুকের ভগ্নিপতি মেজর (অব.) হোসেন ইমামের মৃত্যুর তিন দিনের মাথায় আরও একটি শোক সংবাদ এলো বাংলাদেশের ক্রিকেটে। এ এস এম ফারুকে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শামীম কবিরের নেতৃত্বে ঢাকায় ১৯৭৬ সালে এমসিসির বিপক্ষে তিনদিনের বেসরকারি টেস্ট ম্যাচে বাংলাদেশের অংশ নেওয়া দলের সদস্য ছিলেন এ এস এম ফারুক। তার নেতৃত্বেই ১৯৭৭-১৯৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা বিজয়ী হয় ঐতিহ্যবাহী মোহামেডান।
১৯৭৯ সালে আইসিসি ট্রফির প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে সুযোগ হয়নি তার। সত্তরের দশকের শেষ দিকে খেলোয়াড়ি জীবন শেষ করা ফারুক পরবর্তীতে দেশের ক্রিকেটে বেশি পরিচিতি পান ম্যানেজার আর সংগঠক হিসেবে।
২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন ফারুক। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ছিলেন বাংলাদেশ যুবাদের ম্যানেজার।
এছাড়া বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।মোহামেডান ক্লাবের সাবেক এ অধিনায়ক দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবের সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]