আমার চাইতেও তুমি বড় হও, ভক্ত ইয়ামিনকে মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২০
আমার চাইতেও তুমি বড় হও, ভক্ত ইয়ামিনকে মুশফিক

ছবি : ফেসবুক থেকে সংগ্রহীত

পল্টন ময়দানে মা ও ছেলের ক্রিকেট খেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের সাথে দেখা করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দেখা করার পর উপহার হিসেবে তাদের হাতে ব্যাটিং গ্লাস, জার্সি ও অটোগ্রাফযুক্ত স্মারক ব্যাট তুলে দেন তিনি।

পল্টন ময়দানে প্রতিদিনের ন্যায় শুক্রবার (১১ সেপ্টেম্ব) অনুশীলন করছিলেন বাংলাদেশের ভবিষ্যত তামিম-মুশফিক কিংবা সাকিব হওয়ার স্বপ্নে বিভোর তরুণ ক্রিকেটাররা। ওই দিনের অনুশীলনে সবার চোখ যেন আটকে যায় ১১ বছর বয়সী মাদ্রাসার ছাত্র শেখ ইয়াসিন সিনান ও মা ঝর্ণা আক্তারের পানে।

কখনও ব্যাট হাতে ছেলের বোলিং সামলাচ্চিলেন মা ঝর্ণা আক্তার। আবার কখনও বল হাতে ছেলেকে ব্যাটিং অনুশীলন করাচ্ছিলেন তিনি। ছেলের আবদার পূরণে কখনও বল হাতে আবার কখনও ব্যাট হাতে ছেলেকে সঙ্গ দিচ্ছিলেন ঝর্ণা।

মা-ছেলের এমন ক্রিকেট খেলার দৃশ্য দেখে অবাক হয়েছিলেন পল্টন মাঠের উপস্থিত সকলে। অন্য সবার মতো সেদিন পল্টন মাঠে ক্যামেরার লেন্স আটকে গিয়েছিল স্পোর্টস ফটোগ্রাফারদের। তাই তো অসম্ভব সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দী করতে ভুল করেননি তারা।

অল্প কিছুক্ষণের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রীতিমত ভাইরাল হয়েছে যায় ছবিগুলো। যে ছবিগুলো দৃষ্টি এড়ায়নি মুশফিকুর রহিমের। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ছোট্ট সিনান জানান, তার প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম। ইচ্ছা, পছন্দের খেলোয়াড়ের সঙ্গে দেখা করার।

আর তার ওই স্বপ্ন পূরণে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বনানী মাঠে তাদেরকে আমন্ত্রণ জানান টাইগারদের সাবেক এই অধিনায়ক। তাদের সাথে দেখা করে ছোট্ট শেখ ইয়ামিন সিনানকে উপহার হিসেবে নিজের ব্যাটিং গ্লাভস, বাংলাদেশ জার্সি ও অটোগ্রাফযুক্ত স্মারক ব্যাট তুলে দেন মুশফিক।

উপহার দেওয়ার পর মুশফিক বলেন, ‘আমি চাই তুমি আমার চাইতেও বড় হও, ইনশাআল্লাহ। তোমার একটা আশা পূরণ হয়েছে আমার সাথে দেখা করার। তোমার আর একটা আশা বাকি আছে। এমন কিছু করতে হবে যেন উনি তোমাকে ডাকে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চাকরি হারাচ্ছেন ইসিবির ৬২ কর্মী

চাকরি হারাচ্ছেন ইসিবির ৬২ কর্মী

করোনা থাকলেও নির্ধারিত সময়ে অলিম্পিক অনুষ্ঠিত হবে

করোনা থাকলেও নির্ধারিত সময়ে অলিম্পিক অনুষ্ঠিত হবে

পরের গল্পটা শুধুই মুখে হাসি ফোটানোর : মুশফিক

পরের গল্পটা শুধুই মুখে হাসি ফোটানোর : মুশফিক

মুশফিকের উদাহরণ টেনে ইউনিসেফের ‘চ্যালেঞ্জ’

মুশফিকের উদাহরণ টেনে ইউনিসেফের ‘চ্যালেঞ্জ’