শেখ কামালের নামে হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়াম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০
শেখ কামালের নামে হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়াম

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটরিয়ামের নাম ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটরিয়াম’ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শহীদ শেখ কামাল ছিলেন বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। ১৯৭১ এর রণাঙ্গনের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, চির তারুণ্যের প্রতীক, মায়াবী আলোয় ভরা প্রতিভাধর সরল প্রাণের একজন প্রাণোচ্ছ্বল মানুষ। তিনি বেড়ে উঠেছিলেন দেশ প্রেমকে বুকে ধারণ করে। বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল। শেখ কামাল অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন।
sportsmail24
তিনি বলেন, শেখ কামাল ছিলেন দেশের তরুণদের উজ্জ্বল প্রতিনিধি। মাত্র ২৬ বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে দেশ প্রেম থেকে শুরু করে ক্রীড়া, সংস্কৃতি ও সংগঠন পরিচালনার যে প্রতিভা এবং দক্ষতার পরিচয় তিনি রেখে গেছেন, তা শুধু আমাদের দেশের তরুণদের জন্যই নয়, পৃথিবীর যেকোনো দেশের, যেকোনো কালের তরুণ সমাজের অনুসরণীয় ও অনুকরণীয়।

প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া জগতের উন্নয়নের জন্য তিনি প্রতিষ্ঠা করেন ‘আবাহনী ক্রীড়া চক্র’। ফুটবলের উন্নতির জন্য ১৯৭৩ সালে আবাহনীতে বিদেশি কোচ বিল হার্টসকে নিযুক্ত করেন। শুধু ফুটবল নয়, বাস্কেটবল ও হকিতেও তিনি পারদর্শী ছিলেন। ক্রীড়ার সব শাখাতেই ছিল তার মুন্সিয়ানা ও অসামান্য সংগঠকের ভূমিকা। আর তাই আমরা এ দেশের ক্রীড়া, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধে শহীদ শেখ কামালের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এনএসসি অডিটরিয়ামের নাম ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটরিয়াম’ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

সভায় যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন, তথ্য কমিশনার আবদুল মালেক, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নবীন ফুটবলারের খোঁজে ফরিদগঞ্জ ফুটবল একাডেমি

নবীন ফুটবলারের খোঁজে ফরিদগঞ্জ ফুটবল একাডেমি

উন্নতি খাতুনকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার চেক হস্তান্তর

উন্নতি খাতুনকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার চেক হস্তান্তর

প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই দিল বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই দিল বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন

শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু করবে বিসিবি

শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু করবে বিসিবি