বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম মারা গেছেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০২০
বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম মারা গেছেন

ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) মো. হোসেন ইমাম মারা গেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

বিসিবি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সপ্তাহ খানেক ধরে সিএমএইচে ভর্তি ছিলেন বিসিবির নিরাপত্তা প্রধান হোসেন ইমাম। সেখানে তার শ্বাসকষ্ট হচ্ছিল। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানা যায়নি।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, প্রয়াত হোসেন ইমাম করোনা আক্রান্ত ছিলেন কি-না -তা এখনই বলা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানালে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

২০১৪ সালে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিসিবিতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে যোগ দেন মেজর (অব.) হোসেইন ইমাম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, ২ সন্তান, আত্মীয়-স্বজন ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আত্মার মাগফিরাত কামনা করেছে বিসিবি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ২৭ টাইগার

লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

করোনা পরীক্ষায় পাস মিঠুন ও গিবসন

করোনা পরীক্ষায় পাস মিঠুন ও গিবসন

শ্রীলঙ্কার ‘হুমকি’তে বিচলিত নন মমিনুল

শ্রীলঙ্কার ‘হুমকি’তে বিচলিত নন মমিনুল