দ্বিতীয় ধাপে সবাই করোনা নেগেটিভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১২ এএম, ১০ সেপ্টেম্বর ২০২০
দ্বিতীয় ধাপে সবাই করোনা নেগেটিভ

টাইগারদের প্রথম ধাপে করোনা পরীক্ষায় দু’জন করোনায় আক্রান্ত হলেও দ্বিতীয় ধাপের কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। বুধবার (৯ সেপ্টেম্বর) বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম ধাপে শ্রীলঙ্কা সফরের পুলে থাকা জাতীয় দলের ১৭ ক্রিকেটার এবং কয়েকজন কোচিং স্টাফের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ওপেনার মোহাম্মদ সাইফ হাসান ও বিসিবির ট্রেনার নিকোলাস ট্রেভর লি'র শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।

দ্বিতীয় ধাপে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় দলের ৮ জন সাপোর্ট স্টাফের নমুনা সংগ্রহ করা হয়। যাদের বুধবার (৯ সেপ্টেম্বর) ফল এসেছে। তাদের কারো শরীরে করোনা ভাইরাস ধরা পড়েনি। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

দ্বিতীয় ধাপে কোন ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়নি উল্লেখ করে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, সবার খবরই ভালো। যেসব সাপোর্ট স্টাফ করোনা পরীক্ষা করিয়েছে, তারা সবাই করোনা নেগেটিভ।

এদিকে প্রথম ধাপে করোনা পজিটিভ আসা মোহাম্মদ মিঠুন এবং ঢাকায় আসা টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসনের করোনা পরীক্ষা করার জন্য বুধবার নমুনা সংগ্রহ করা হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটার সাইফ ও ট্রেনার লি শরীরে করোনা শনাক্ত

ক্রিকেটার সাইফ ও ট্রেনার লি শরীরে করোনা শনাক্ত

পাঁচদিন পর অনুশীলনে টাইগার ক্রিকেটাররা

পাঁচদিন পর অনুশীলনে টাইগার ক্রিকেটাররা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ

বিকেএসপিতে শুরু সাকিবের ফেরার প্রস্তুতি

বিকেএসপিতে শুরু সাকিবের ফেরার প্রস্তুতি