যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে থেকে পাঁচ মাস পর দেশে ফিরেছেন টাইগার অলবাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটে ফেরার নিষেধাজ্ঞা থেকে এখনো দুই মাস দূরে থাকলেও বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করার কথা রয়েছে তার। তবে করোনাভাইরাসের কারণে সেই পথটাও একটু লম্বা হতে পারে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান সাকিব আল হাসান। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশেও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এ অবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী সাকিবকে ১৪ দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে। যুক্তরাষ্ট্রে পৌঁছে যেমনটি করেছিলেন সাকিব।
কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় করোনার কোন উপসর্গ দেখা না দিলে মাঠে ফিরতে পারবেন সাকিব। ঠিক এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে সাকিব দেশে ফেরার পর তার সাথে কোন যোগাযোগ হয়নি বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে ডা. দেবাশীষ বলেন, দেশে ফেরার পর করোনা টেস্ট বাধ্যতামূলক নয়। তবে সরকারের স্বাস্থ্যনীতি অনুযায়ী সাকিবের কোয়ারেন্টাইনে থাকা বেশি জরুরি। এটা সরকারের নির্দেশও। সাকিব কোয়ারেন্টিইনে থাকলে নতুন করে করোনা টেস্টের দরকার পড়বে না।
তবে সাকিব চাইলে করোনা টেস্টও করাতে পারেন বলেন জানান তিনি। বলেন, সাকিব ব্যক্তিগতভাবেও করোনা টেস্ট করাতে পারেন। সেটা তার ব্যাপার। এছাড়া সে চাইলে বিসিবির মাধ্যমেও করোনা টেস্ট করাতে পারেন।
এদিকে শোনা যাচ্ছে, শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করতে পারেন সাকিব। যদি তাই হয় তাহলে নতুন করে সমালোচনায় পড়তে পারেন এ টাইগার অলরাউন্ডার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]