রাজধানীর হাতিরঝিলে দৌড় প্রতিযোগিতা ‘ঢাকা হাফ ম্যারাথন-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। আজ ভোর ছয়টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকাকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরতে ও বাংলাদেশেরে ক্রীড়াঙ্গনে নতুনমাত্রা যোগ করার লক্ষ্যে ‘ থাউজেন্ড মাইলস এক্সপেডিশন বাংলাদেশ’ ও ‘ঢাকা রান লর্ডস’ এ ম্যারাথনের আয়োজন করে।
২১ দশমিক ৫ কিলোমিটার হাফ ম্যারাথন এবং ৭ কিলোমিটার মিনি ম্যারাথনে ৬২০ জন প্রতিযোগী অংশ নেন। এদের মধ্যে ৫০ জন বিদেশি নাগরিকও অংশ নেন। পুলিশ কনকর্ড প্লাজা থেকে হাফ ম্যারাথন ও মিনি ম্যারাথন শুরু হয়।
হাফ ম্যারাথনে মাত্র ১ ঘণ্টা ২৭ মিনিটে ২১ দশমিক ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথম হয়েছেন আব্দুর রহমান। দ্বিতীয় স্থান দখল করেছেন মাহবুবুর রহমান। তৃতীয় হয়েছেন মাহফুজুল হক। একই বিভাগের নারী ক্যাটাগরিতে প্রথম সিউতি সবুর, দ্বিতীয় সিফাত ফাহমিদা এবং তৃতীয় হন আনজুমান আরা।
এছাড়া মিনি ম্যারাথনের সাধারণ ক্যাটাগরিতে প্রথম হন শরিফুল ইসলাম। দ্বিতীয় হয়েছেন ক্লারা ডি গিরোলামো এবং তৃতীয় রুম্মান সিদ্দীক। একই বিভাগের নারী ক্যাটাগরিতে প্রথম ক্লারা ডি গিরোলামো। দ্বিতীয় হয়েছেন মৌসুমী আক্তার ও তৃতীয় স্যেজি ফ্যালফাউল।