প্যারিস সেন্ট জার্মেইনের ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সাথে সর্ম্পক ছিন্ন করছে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। ফলে নাইকির সাথে ১৫ বছরের সর্ম্পকের ইতি ঘটলো নেইমারের।
চলতি মাসেই শেষ হয়ে যাচ্ছে নেইমার-নাইকির দীর্ঘ ১৫ বছরের সর্ম্পক। বিষয়টি নিশ্চিত করে নাইকির মুখপাত্র জশ বেনেডেক বলেন, ‘নেইমার এখন আর নাইকির অ্যাথলেট নন।’
হঠাৎ কী এমন হলো যে দীর্ঘ দিনের সম্পর্কটা ছিন্ন করতে বাধ্য হলো নাইকি? চারিদিকে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ ধারণা করছে, নাইকির জার্মান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পিউমার সঙ্গে চুক্তি করার জন্য আলোচনা করছিলেন নেইমার। তাতেই নেইমারের সাথে ১৫ বছরের সম্পর্কের ইতি টানছে নাইকি।
তবে ব্রাজিলিয়ান পত্রিকা ইউওএল জানিয়েছে, নতুন চুক্তিতে নেইমারকে কী পরিমাণ অর্থ দেওয়া হবে, সেই বিষয়ে কোনো পক্ষই সমঝোতায় আসতে পারেনি। জানা গেছে, চুক্তি নিয়ে কয়েক মাস ধরেই দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। অবশ্য এর কারণও ছিল। নেইমারের সঙ্গে তাদের সর্বশেষ চুক্তিটি ছিল ১১ বছরের পুরনো। যেটি শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। আর এই চুক্তিটি ছিল ১০৫ মিলিয়ন ডলারের।
এদিকে নেইমারের সঙ্গে পিউমার যে চুক্তিটা হচ্ছেই, এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পিউমা। তবে চারদিকের গুঞ্জন অনুসারে ধারণা করা হচ্ছে পিউমার সঙ্গেই চুক্তিতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]