প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় দেশের অভ্যন্তরে যে সকল যুবক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিসহ মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে ‘কোভিড-১৯ যুব পুরস্কার’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী জানান, কোভিড-১৯ মানব সভ্যতাকে এক রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সন্তান তার অসুস্থ পিতাকে হাসপাতালে রেখে চলে যাচ্ছে। পরিবার-পরিজনরা করোনায় মৃত ব্যক্তির লাশ গ্রহণ করছে না। কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, এমন নির্মম বাস্তবতায়ও আমাদের যুবসমাজ, আমাদের স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসছেন। তারা করোনায় আক্রান্ত ব্যক্তির পাশে থেকে সেবা করছেন।
তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করছে। সত্যি বলতে, আমাদের জাতীয় জীবনের যেকোনো সঙ্কটে, যেকোনো ক্রান্তিকালীন সময়ে এ যুবকরাই নেতৃত্ব দিয়ে আসছে। আর তাই করোনাকালীন এ অনিশ্চিত সময়ে যারা সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করতে চাই। এটি তাদের ভালো কাজের স্বীকৃতি। আমি বিশ্বাস করি, এ স্বীকৃতি তাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদনপত্র আহ্বানের মাধ্যমে ১০টি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে যাচাই-বাছাই পূর্বক ১০ জন যুবককে কোভিড-১৯ যুব পুরস্কার প্রদান করা হবে। এছাড়া বিজয়ী ১০ জন ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের ভলান্টিয়ার ক্যাম্পে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]