আলাইনার ছবিতে বাজে মন্তব্য নিয়ে মুখ খুললেন শিশির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০২ এএম, ২৩ আগস্ট ২০২০
আলাইনার ছবিতে বাজে মন্তব্য নিয়ে মুখ খুললেন শিশির

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ে আলাইনার ছবিতে বাজে মন্তব্যকারীদের নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এবার এ নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশির। এদিকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখানেই স্ত্রী-কন্যাকে নিয়ে বেরিয়েছিলেন ঘুরতে। সম্প্রতি তার পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, সূর্যমুখী বাগানে দাঁড়িয়ে আছেন হাস্যোজ্জ্বল আলাইনা। চুলে গোঁজা দুটো ফুল। আর সেই ছবিতেই নানাধরনের বাজে মন্তব্য করতে দেখা গেছে কয়েকজনকে। িতারপর ওই মন্তব্যগুলোর স্কিনশর্ট নিয়ে প্রতিক্রিয়ার ঝড় দেখা গেছে ফেসবুকে।

এ নিয়ে শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেসবুকে শিশির লিখেছেন, ‘কি হচ্ছে তা আমি খেয়ালও করিনি কারণ, এতে আমরা বিব্রত হয়নি। পাবলিক ফিগার হিসেবে আমাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী যেমন আছেন তেমনি কিছু লোক আছেন যারা পছন্দ করেন না; এটা সম্পূর্ণ একটা প্যাকেজের মতো। আমরা সবসময় মানুষের আগ্রহের কেন্দ্রে থাকি এবং এটা ভালো। বিশ্বের অনেক সেলেব্রিটি অনেক গুরুতর বিষয় ফেস করেন কিন্তু অন্য দেশগুলোতে তাদের এতোটা সময় নেই যে, হাজারো ভালো কমেন্টের মধ্য থেকে ৪/৫টা খারাপ কমেন্ট খুঁটে খুঁটে বের করবে।’

তিনি বলেন, ‘আমি ওই সকল মন্তব্যকারীদের নিয়ে ভাবছি না কারণ সেগুলোতে আমরা বিব্রত হয়নি বরং ওই সকল পেজের এডমিনদের নিয়ে ভাবছি যারা ওই চারটা কমেন্ট খুঁজে বের করে ছোট্ট একটা বিষয়কে বড় করে তুলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছে। চলুন, আপনাদের পেজের কিছু উন্নতি হোক! আমাদের মোটিভ এবং জীবনযাপনে কোন কিছুই প্রভাব ফেলবে না কারণ, এই তুচ্ছ বিষয়টা আমাদের মোটেও বিব্রত করেনি।’

আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগের উপকমিশনার আ ফ ম আল কিবরিয়া গণমাধ্যমকে বলেন, ‘শিশুটিকে নিয়ে করা আপত্তিকর মন্তব্য পুলিশের চোখে পড়েছে। যে যে আইডি থেকে এ ধরনের মন্তব্য করা হয়েছে সেগুলো শনাক্তের কাজ চলছে। শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সাকিব আল হাসান এ ব্যাপারে পুলিশের কাছে কোনো অভিযোগ দেননি। বিষয়টি নজরে আসার পর পুলিশ স্বপ্রণোদিত হয়েই কাজটি করছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতীয় নারী বক্সার সরিতা দেবী করোনা আক্রান্ত

ভারতীয় নারী বক্সার সরিতা দেবী করোনা আক্রান্ত

ধোনির অবসর ঘোষণার সময় নিয়ে চলছে ‘গবেষণা’

ধোনির অবসর ঘোষণার সময় নিয়ে চলছে ‘গবেষণা’

করোনায় প্রাণ হারালেন গাভাস্কারের ওপেনিং পার্টনার

করোনায় প্রাণ হারালেন গাভাস্কারের ওপেনিং পার্টনার

বিসিবির কার্যালয়ে ‘মুজিব কর্নার’

বিসিবির কার্যালয়ে ‘মুজিব কর্নার’