মাশরাফি বিন মর্তুজা, নাজমুল অপু, মোশাররফ হোসেন রুবেলদের পর এবার করোনা আক্রান্তের তালিকায় নাম এলো সাবেক জাতীয় ক্রিকেটারের। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বাঁহাতি মিডিয়াম পেসার মোর্শেদ আলী খান সুমন ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন।
মোর্শেদ আলী খান সুমন নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনদিন জ্বর ছিল, তবে এখন তাও ভালো হয়ে গেছে। জ্বর ছাড়া শরীর ব্যথা ছিল। এছাড়া আর কোনো করোনোর লক্ষণীয় উপসর্গ ছিল না।
বতর্মানে ঢাকায় নিজের ফ্ল্যাটেই আইসোলেশনে রয়েছেন সুমন ও তার স্ত্রী। তিনি আরও জানান, বর্তামানে তেমন কোনো সমস্যা নেই, তবে শরীর দুর্বল হয়ে গেছে।
১৯৯৮ সালে জাতীয় দলের জার্সি গায়ে ভারতে ত্রিদেশীয় সিরিজে তিনটি ম্যাচ খেলা মোর্শেদ আলী খান সুমন বর্তমানে দেশের প্রতিষ্ঠিত ও প্রথম শ্রেণির আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়তিম ম্যাচ পরিচালনা করেন তিনি।
করোনা থেকে দ্রুত আরোগ্য লাভে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের সাবেক এ পেসার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]