ক্রীড়া ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মানজনক ‘রাজীব গান্ধী খেলরত্ন’ পুরস্কারের জন্য মনোনীত হলেন দেশটির বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা। দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে এ পুরস্কারে মনোনীত হলেন তিনি।
দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের ১২ সদস্যের কমিটি খেলরত্ন সম্মানের জন্য দেশের চার ক্রীড়াবিদের নাম সুপারিশ করে।
ভারতে এর আগে খেলরত্ন পুরস্কার পাওয়ার ক্রিকেটাররা হলেন- মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, দেশের হয়ে দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
ক্রিকেটার হিসেবে ১৯৯৮ সালে প্রথম খেলরত্ন পান টেন্ডুলকার। ২০০৭ সালে ধোনি ও ২০১৮ সালে কোহলি এ সম্মানে ভূষিত হন।
এবার রোহিতের সাথে খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন ভারতের মহিলা টেবিল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা, কুস্তিগির বীনেশ ফোগত এবং প্যারা অলিম্পিকে সোনা জয়ী হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু।
২০১৬ সালের পরে এবারই এক সঙ্গে চার ক্রীড়াবিদকে খেলরত্নের জন্য মনোনীত করা হলো।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]