ভারতের ক্রীড়াজগতের পিছু ছাড়ছে না প্রাণঘাতি করোনাভাইরান। দেশটির হকি দলের ছয় খেলোয়াড় সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এবার এ ভাইরাসে সংক্রমিত হলেন ভারতীয় নারী বক্সার সরিতা দেবী। শুধু তাই নয়, একই সঙ্গে তার স্বামীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সরিতা দেবী নিজেই ভারতীয় গণমাধ্যমে করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। গায়ে সামান্য ব্যথা অনুভব করায় সময় নষ্ট না করে করোনা পরীক্ষা করান তিনি। তার ধারণা ঠিকই হয়েছে, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
সরিতা দেবীর পাশাপাশি তার স্বামী থইবা সিংয়ের শরীরেও করোনা ধরা পড়েছে। তবে তাদের ছেলের রিপোর্ট নেগেটিভ এসেছে। সরিতা দেবী ও তার স্বামী দু’জনেই ইম্ফলের কোভিড কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন।
এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৪ আগস্ট) মারা গেছেন ভারতের সাবেক ওপেনিং ব্যাটসম্যান চেতন চৌহান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]