জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘মুজিব কর্নার’ স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি কার্যালয়ের দোতলায় আলোকিত দেয়ালে লেখা হয়েছে তার অনন্য সব কীর্তি।
‘মুজিব কর্নার’ এর সেই দেয়ালে শোভা পাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফিও। চলতি মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থাপন করা করা হয়েছিল তর্জনী উঁচিয়ে ভাষণরত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছিল বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে। জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এটি আগেই নির্মাণ করা হয়েছে। বিসিবি সভাপতি ১৫ আগস্ট এটি পরিদর্শন করেছেন।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]