জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাকালে সকল স্বাস্থ্যবিধি মেনে বিসিবি কর্মকর্তারা এসব কর্মসূচি পালন করবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৫ আগস্ট) বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি প্রাঙ্গণে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
দুপুর দেড়টায় শুরু হবে দুস্থদের মাঝে খাদ্য বিতরণের কাজ। এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে। এতে উপস্থিত থাকবেন বোর্ড পরিচালক, খেলোয়াড় ও কর্মকর্তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভার্চুয়াল দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল, যা ইতিহাসের জগন্যতম হত্যাকাণ্ড হিসেবে পরিচিত। বিপথগামী একদল সেনা সদস্যের সশস্ত্র হামলায় বঙ্গবন্ধু পরিবারের প্রায় সব সদস্য নিহত হন। শুধু মাত্র বিদেশে থাকার কারণে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]