১৬ আগস্ট শুরু হচ্ছে জাতীয় আরচ্যারি দলের অনুশীলন ক্যাম্প

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ এএম, ১৩ আগস্ট ২০২০
১৬ আগস্ট শুরু হচ্ছে জাতীয় আরচ্যারি দলের অনুশীলন ক্যাম্প

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে দেওয়া স্বাস্থ্য বিধির ১২টি শর্ত পূরণ করে চলতি মাসের ১৬ তারিখ থেকে পুনরায় অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আরচ্যারি দল।

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায়, সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় ওয়ার্ল্ড আরচ্যারি এবং ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মতিক্রমে ১৬ আগস্ট হতে টঙ্গিস্থ আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে প্রধান প্রশিক্ষক মি. মার্টিন ফ্রেডারিক এর অধীনে জাতীয় আরচ্যারি দলের প্রশিক্ষণ ক্যাম্প পুনরায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।

তিন ধাপে জাতীয় আরচ্যারি দল প্রশিক্ষণ ক্যাম্পে যোগদান করবেন। প্রথম ধাপে রিকার্ভ পুরুষ আরচার ৮ জন, দ্বিতীয় ধাপে রিকার্ভ মহিলা আরচার ৪ জন এবং তৃতীয় ধাপে কম্পাউন্ড পুরুষ ও মহিলা আরচার ৬ জনসহ জাতীয় দলের মোট ১৮ জন প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিবেন। প্রতি ধাপে যোগদান করা কোচ ও আরচারদেরকে প্রশিক্ষণ ক্যাম্পে-ই কোয়ারেন্টাইনে রাখা হবে।

১৭ আগস্ট আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে কোচ, প্রথম ধাপের ৮ জন আরচার এবং প্রশিক্ষণ কেন্দ্রের সকল স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। ফেডারেশনের মেডিক্যাল কমিটির আহ্বায়ক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মোঃ এহছানুল করিম এর তত্ত্বাবধানে উক্ত কোভিড-১৯ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হবে।

দ্বিতীয় ধাপে ২২ আগস্ট ৪ জন রিকার্ভ মহিলা আরচার প্রশিক্ষণ ক্যাম্পে যোগদান করবেন এবং পরের দিন তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। তৃতীয় ধাপে ২৯ আগস্ট ৬ জন কম্পাউন্ড পুরুষ ও মহিলা আরচার প্রশিক্ষণ ক্যাম্পে যোগদান এবং পরের দিন তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করলো বিসিবি

নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করলো বিসিবি

বেশিরভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সাথে জড়িত : মাশরাফি

বেশিরভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সাথে জড়িত : মাশরাফি

দরিদ্র ও অসহায় মানুষদের নিয়ে সাকিবের বার্তা

দরিদ্র ও অসহায় মানুষদের নিয়ে সাকিবের বার্তা

বন্যার্তদের পাশে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন

বন্যার্তদের পাশে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন