অস্ট্রিয়ার ভিয়েনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১২ আগস্ট ২০২০
অস্ট্রিয়ার ভিয়েনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী কিংস।

ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসাবে ভিয়েনার সাবরান ক্রিকেট গ্রাউন্ডে ২ ও ১০ আগস্ট এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

sportsmail24

বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সহযোগিতায় এই টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বৃহত্তর নোয়াখালী কিংস। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপেভাগ ও পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও, ফাইনাল খেলা দেখতে বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সামািজক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ উল্লেখযোগ্য সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বেশিরভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সাথে জড়িত : মাশরাফি

বেশিরভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সাথে জড়িত : মাশরাফি

দরিদ্র ও অসহায় মানুষদের নিয়ে সাকিবের বার্তা

দরিদ্র ও অসহায় মানুষদের নিয়ে সাকিবের বার্তা

বন্যার্তদের পাশে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন

বন্যার্তদের পাশে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন

কোয়াবের জেলা কমিটির নেতৃত্বে মোসাদ্দেক-নাসির

কোয়াবের জেলা কমিটির নেতৃত্বে মোসাদ্দেক-নাসির