মাশরাফির বাবা-মা করোনায় আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৩ এএম, ০৯ আগস্ট ২০২০
মাশরাফির বাবা-মা করোনায় আক্রান্ত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী করোনা থেকে সুস্থ হওয়ার পর এবার আক্রান্ত হলেন মাশরাফির বাবা-মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রী।

শনিবার ( ৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা: আব্দুল মোমেন।

জানা গেছে, শরীরে করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা, মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া খাতুন নমুনা দেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে তাদের রিপোর্ট আসে। যেখানে তাদের রিপোর্ট পজেটিভ আসে।

তাদের রিপোর্ট পজেটিভ আসলেও তারা চারজনই ভালো আছেন। আপাতত নড়াইলের নিজ বাসাতে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনার শুরু থেকে দিন রাত অসহায় মানুষের জন্য ছুটে বেড়িয়েছেন মাশরাফির বাবা।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন মাশরাফি, তার স্ত্রী সুমনা হক সুমি ও তার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা। তবে বাসা থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তারা। দ্বিতীয় পরীক্ষায় মাশরাফির রিপোর্ট পজেটিভ আসলেও তৃতীয় পরীক্ষায় নেগেটিভ আসে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বন্যার্তদের পাশে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন

বন্যার্তদের পাশে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন

কোয়াবের জেলা কমিটির নেতৃত্বে মোসাদ্দেক-নাসির

কোয়াবের জেলা কমিটির নেতৃত্বে মোসাদ্দেক-নাসির

অলিম্পিক আয়োজন করতে চায় কাতার

অলিম্পিক আয়োজন করতে চায় কাতার

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব