ইউনিসেফের সাথে যৌথ উদ্যোগে সিরিয়ার ৯টি প্রদেশের শিশুদের জন্য ৫০ হাজার ৬৩০টি শিক্ষা সামগ্রী উপহার দিয়েছে ফুটবল যাদুকর লিওনেল মেসির ফাউন্ডেশন ‘লিও মেসি ফাউন্ডেশন’।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শিশুদের জন্য শিক্ষা যাতে একটি আনন্দের উৎস হয় সে লক্ষ্যেই ফাউন্ডেশনটি তাদের সামগ্রীগুলো দান করেছে। একই সাথে এর মাধ্যমে শিশুরা যাতে সামাজিক দক্ষতাও অর্জন করতে পারে সে বিষয়েও লক্ষ্য রাখা হয়েছে।
সামগ্রীগুলো সিরিয়ার যে ৯টি প্রদেশে বিতরণ করা হয়েছে সেগুলো হলো- হাসাকা, কুনেইট্রা, আলেপ্পো, হামা, হোমস, ডারা, ডায়ার এজ-জো, সুয়েডা ও দামাস্কাস।
স্কুলগুলোতে যাতে শিশুদের জন্য বিনোদনের জায়গা হয়ে উঠতে পারে এবং এর মাধ্যমে প্রয়োজনীয় শিক্ষাটাও তারা পেতে পারে সে বিষয়েও দৃষ্টি রাখা হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]