চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। পেটের সমস্যা নিয়ে লন্ডন যাওয়ার পর সেখানে যাবতীয় পরীক্ষা শেষে শনিবার (১ আগস্ট) দেশে ফিরেছেন তিনি।
বেশ কিছু দিন ধরেই পেটের ব্যাথায় ভুগচ্ছিলেন তামিম। ঢাকায় সিটি স্ক্যানসহ একাধিক টেস্ট করিয়েও কেন সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা। পরে উন্নত চিকিৎসার জন্য ২৫ জুলাই (মঙ্গলবার) লন্ডন যান তামিম ইকবাল।
লন্ডনে গেলেও চিকিৎসা করাতে পারেননি তামিম। বেশ কিছু পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল কয়েকদিনের মধ্যে ইমেইলে জানিয়ে দেওয়া হবে। এ জন্য সেখানে না থেকে দেশে ফিরে এসেছেন তামিম।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]