চিকিৎসার জন্য করোনার মাঝেও লন্ডন গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশে সুফল না পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য শনিবার লন্ডনের বিমান ধরেছেন তিনি।
এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন তামিম। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে লন্ডনে যাবেন দেশসেরা ওপেনার। তবে লন্ডনে গিয়েই চিকিৎসা করাতে পারবেন না তামিম।
করোনাভাইরাসের কারণে নিজ খরচে সেখানে দুই সপ্তাহ (১৪ দিন) কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইন শেষে করোনার কোনো উপসর্গ দেখা না গেলে ডাক্তারের কাছে যাবেন তিনি। ফলে তামিমের এ সফর বেশ লম্বা হচ্ছে তা ধরেই নেওয়া যায়।
গত এক মাস ধরে পেটের তীব্র ব্যথায় ভুগেছেন তামিম ইকবাল। পেটের ব্যথা নিয়ে দেশের বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়েছিলেন। তবে চিকিৎসকরা কারণ শনাক্ত করতে পারেননি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]