বক্সিং রিংয়ে ফিরছেন টাইসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৫ জুলাই ২০২০
বক্সিং রিংয়ে ফিরছেন টাইসন

২০০৫ সালে সর্বশেষ বক্সিং রিংয়ে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের মাইক টাইসন। তাই ১৫ বছর হয়ে গেল রিংয়ে টাইসনের দুর্দান্ত প্রতাপ দেখতে পারছেন না সমর্থকরা। অবশেষে আগের রুপে রিংয়ে দেখা যাবে টাইসনকে। বহু প্রতীক্ষিত সেই প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। ১২ সেপ্টেম্বর ইতিহাসের অন্যতম সেরা আরেক বক্সার রয় জোন্স জুনিয়রের সাথে প্রীতি লড়াইয়ে নামবেন ৫৪ বছর বয়সী টাইসন।

আট রাউন্ডের এই লড়াইয়ে ক্যালিফোর্নিয়ার ডিগনিটি হেলথ স্পোটর্স পার্কে লড়বেন টাইসন ও জোন্স। পয়সা দিয়ে দেখা যাবে ট্রিলার নামে মার্কিন মিউজিক অ্যাপে। এই ট্রিলারকে ধরা হচ্ছে আমেরিকায় টিক-টকের প্রধান প্রতিপক্ষ এবং বিকল্প। জোন্সের সাথে লড়াইকে সামনে রেখে গত কয়েকদিন নিয়মিত অনুশীলন করছেন টাইসন। অনুশীলনের ভিডিও পোস্ট করে টাইসন লিখেছেন, ‘আই অ্যাম ব্যাক।’

খেলোয়াড়ী জীবনে সবচেয়ে কম বয়সে, মাত্র ২০ বছর ৪ মাস বয়সে বক্সার হিসেবে ১৯৮৬-তে হেভিওয়েট শিরোপা জিতেছিলেন টাইসন। ২০০৫-এ অবসর নেওয়ার সময়ে তার নামের পাশে ছিল ৫০টি জয়, ৬টি হার এবং ৪৪টি নকআউট করার বিরল কৃতিত্ব।

১৯৯৭ সালে ইভান্ডার হলিফিল্ডের কানে কামড় দিয়ে বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন টাইসন। ফলে ‘ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট’ খেতাব পান তিনি। প্রীতি ম্যাচে টাইসনের প্রতিন্দ্বন্দ্বী জোন্সের বয়স এখন ৫১ বছর। ১৯৮৮ অলিম্পিকে আমেরিকার হয়ে বক্সিংয়ে বিতর্কিত রৌপ্য জিতেছিলেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের বাবা করোনায় আক্রান্ত

সাকিবের বাবা করোনায় আক্রান্ত

পাকিস্তান ক্রিকেটে আবারও পেপসি

পাকিস্তান ক্রিকেটে আবারও পেপসি

ক্রাইস্টচার্চ হামলা : নিজের মামলায় নিজেই লড়বেন ট্যারান্ট

ক্রাইস্টচার্চ হামলা : নিজের মামলায় নিজেই লড়বেন ট্যারান্ট

ক্রিকেটার রকিবুল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র

ক্রিকেটার রকিবুল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র