ইতোমধ্যে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার ক্রিকেটার সাকিব আল হাসানের পরিবারে আক্রমণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। তবে সাকি নয়, করোনায় আক্রান্ত হয়েছেন তার বাবা ও কৃষি ব্যাংক মাগুরা আঞ্চলিক কার্যলয়ের কর্মকর্তা মাশরুর রেজা।
রোববার (১৯ জুলাই) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম । করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে ভালো আছেন তিনি। আপাতত তার বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন তিনি।
ডা. আব্দুস সালাম জানান, রিপোর্ট পাওয়ার পর দুপুরে শহরের কেশবমোড় এলাকায় তার বাড়িটি লকডাউন করা হয়েছে। বর্তমানে তিনি ওই বাড়িতে আইসোলেশনে আছেন।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা, তার ছোট ভাই, তার স্ত্রী, স্পিনার নাজমুল ইসলাম অপু, সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল ও তার মা’সহ পরিবারের তিন সদস্য। তবে তারা সবাই সুস্থ হয়েছেন।
এ পর্যন্ত মোট মাগুরা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩০৭ জন। সুস্থ হয়েছেন ১৬০ জন, হোম আইসোলেশনে আছেন ১২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]