পাকিস্তান ক্রিকেটে আবারও পেপসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৭ জুলাই ২০২০
পাকিস্তান ক্রিকেটে আবারও পেপসি

পাকিস্তান ক্রিকেটে প্রায় দুই দশক ধরে প্রধান স্পন্সর হিসেবে রয়েছে কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপসি। চলতি বছরের জুনে চুক্তি শেষ হওয়াও আবারও নতুন করে পেপসির সাথে চুক্তি নবায়ন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুই দশক থেকে পাকিস্তান দলের সাথে যুক্ত আছে পেপসি। পেপসির সাথে চুক্তি শেষ হওয়ার পর নতুনভাবে স্পন্সরের খোঁজে ছিল পিসিবি। তাই বাধ্য হয়ে স্পন্সর ছাড়াই ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান ক্রিকেট দল।

তবে এর মাঝে পাকিস্তান ক্রিকেটের সাথে যুক্ত হন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ফাউন্ডেশন। ফাউন্ডেশনের লোগো ব্যবহার করে আগস্ট মাস থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার সিদ্ধান্ত নেয় পিসিবি। এরই মাঝে পেপসির সাথে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছে পিসিবি। তাই আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত পাকিস্তানের জার্সিতে থাকবে পেপসির লোগো।

পাকিস্তান ক্রিকেটের সাথে আবারও যুক্ত হতে পেরে খুশি পেপসির পাকিস্তানের মার্কেটিং ও ফ্র্যাঞ্চাইজি পরিচালক সাদ মুনাওয়ার খান। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সাথে আমাদের যাত্রাটা আরও লম্বা করতে পেরে আমরা গর্বিত। পাকিস্তান জাতীয় দলের মূল স্পন্সর এখন আমরা। পেপসি, পাকিস্তান ক্রিকেট এবং সমর্থকরা, আমরা সবাই এখন একটা পরিবারের অংশ। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে চ্যাম্পিয়ন ক্রিকেটাররা আমাদের মুখে হাসি ফোটাবে, সেই প্রত্যাশাই রইলো।’

পিসিবির কমার্শিয়ার ডিরেক্টর বাবর হামিদ বলেন, ‘সেই নব্বইয়ের দশক থেকে আমাদের সঙ্গে রয়েছে পেপসি। এ সময়ের মধ্যে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। আশা করি আগামী ১২ মাসেও সেই সর্ম্পক বহাল থাকবে।’

জৈব-সুরক্ষিত পরিবেশে ৫ আগস্ট ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। এরপর ১৩ ও ২১ আগস্ট সাউদাম্পটনে হবে সিরিজের দ্বিতীয় ও তৃৃতীয় টেস্ট। টেস্ট সিরিজ শেষে ২৮ আগস্ট টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান। পরের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের স্বপ্নে জল ঢেলে দিলেন সাঈদ আজমল

পাকিস্তানের স্বপ্নে জল ঢেলে দিলেন সাঈদ আজমল

ঋণ নিয়ে ইংল্যান্ড যাওয়া উইন্ডিজ এখন বোনাস দেবে

ঋণ নিয়ে ইংল্যান্ড যাওয়া উইন্ডিজ এখন বোনাস দেবে

ক্লাব ও পরিবারের চিন্তায় ৭৬ লাখ টাকার প্রস্তাবেও তামিমের না

ক্লাব ও পরিবারের চিন্তায় ৭৬ লাখ টাকার প্রস্তাবেও তামিমের না

অনুশীলনে বিসিবির সায়, মাঠে ফিরছেন মুশফিকরা

অনুশীলনে বিসিবির সায়, মাঠে ফিরছেন মুশফিকরা