২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে সবগুলো ( ৯ ম্যাচ) ম্যাচেই হারের স্বাদ পেয়েছে আফগানিস্তান। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়েও কোন ম্যাচে দলকে জয়ের স্বাদ দিতে পারেননি আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ বোলান রশিদ খান।
এদিকে আফগানিস্তান বিশ্বকাপ জয় করার পর নিজে বিয়ে করবেন বলে ঘোষণা দিছেন স্পিনার রশিদ খান। আফগান রেডিও চ্যানেল রেডিও আজাদীকে দেয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি।
সাক্ষাৎকার দেওয়ার সময় রশিদের জন্য প্রশ্ন ছুড়ে দেন এক দর্শক। রশিদকে প্রশ্ন করা হয়- কবে নাগাদ বিয়ে করবেন?
প্রশ্ন শুনে রশিদ বলেন, ‘আফগানিস্তান যেদিন বিশ্বকাপ জিতবে, এরপরই আমি বিয়ে করবো।’
এদিকে নিজের লক্ষ্য পূরণে আগামী তিন বছরের তিনটি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন রশিদ। এ বছর ও আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ। শেষ দু’টি হবে ভারতের মাটিতে। আর এ বছরেরটা হবে অস্ট্রেলিয়া মাটিতে। তবে এ বছরের বিশ্বকাপ করোনা ভাইরাসের কারণে এখনও অনিশ্চিত।
তবে রশিদ খান নিদির্ষ্ট করে কোন বিশ্বকাপের নাম উল্লেখ করেনি। অর্থাৎ ক্রিকেটের তিন ফরম্যাটের যেকোন একটিতে আইসিসি বিশ্বকাপ জয় করতে পারলেই বিয়ে করবেন তিনি।
আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত সাতটি টেস্ট, ৬৭ ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রশিদ। তিন ফরম্যাটে সর্বমোট ২৪৫টি উইকেট শিকার করেছেন তিনি। টেস্টে ২৩টি, ওয়ানডেতে ১৩৩টি ও টি-টোয়েন্টিতে ৮৯টি উইকেট রয়েছে ২১ বছর বয়সী রশিদের।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]