বাংলাদেশে প্রথমবারের মতো ক্রীড়া ব্যক্তিত্বের জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসানের জীবনী নিয়ে নির্মিত হবে সেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য তৈরি করছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। স্পোর্টসমেইল২৪.কমকে তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ রোববার (১২ জুলাই) ছবিটি নির্মাণের পক্ষে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে। চিত্রনাট্যটি আমি লিখছি, তবে এখনো শুরু করা হয়নি। প্রাথমিক পর্যায়ে বলতে পারেন। রকিবুল হাসানের জীবনের ক্রিকেটার ও মুক্তিযোদ্ধার গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হবে। এক্ষেত্রে আমাকেও বেশ পড়াশোনা করতে হচ্ছে।’
নাম সম্পর্কে তিনি জানান, ‘একটি নাম চূড়ান্ত করা হয়েছে। তবে রেজিস্ট্রেশন করার আগে আমরা তা প্রকাশ করতে পারছি না। আশা করি কাল (১৩ জুুলাই, সোমবার) রেজিস্ট্রেশন করতে পারলে কালকেই জানিয়ে দিতে পারবো।’
ছবির পরিচালনায় থাকবেন নির্মাতা বান্টি আফজাল এবং প্রযোজনা করবেন হাফ প্যান্ট সিনেমা ফ্যাক্টরির নির্বাহী প্রযোজক রুমানা শারমিন স্বাতি। ছোট পর্দার নিয়মিত পরিচালক বান্টি আফজাল এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নির্দেশনা দিতে যাচ্ছেন।
রকিবুল হাসানের চরিত্রে কে অভিনয় করছেন -এমন প্রশ্নে জবাবে পরিচালক বান্টি আফজাল স্পোর্টসমেইল২৪.কমকে জানান, ‘এখনো নায়ক-নায়িকা চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে আমরা অফিশিয়ালিভাবে জানাবো।’
রোববার রকিবুল হাসানের বাসায় চলচ্চিত্রটির বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় দেবব্রত মুখোপাধ্যায় ছাড়াও ছবিটির নির্মাতা বান্টি আফজাল এবং প্রযোজনা প্রতিষ্ঠান হাফ-প্যান্ট সিনেমা ফ্যাক্টরির নির্বাহী প্রযোজক রুমানা শারমীন স্বতিও উপস্থিত ছিলেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]