করোনার মধ্যে খেলা নেই, অঘোষিত ছুটির মাঝে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর মোসাদ্দেক নিজেই জানিয়েছেন।
শনিবার (১১ জুলাই) ময়মনসিংহের কাচিঝুলিতে ঘরোয়াভাবে মোসাদ্দেকের বিয়ের আনুষ্ঠান সম্পন্ন হয়। মোসাদ্দেকের দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। ২৪ বছর বয়সী এ টাইগার অলরাউন্ডার জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে তিনি বলেন, ‘জীবনে নতুন সফর শুরু করছি। সবাই দোয়া করবেন।’
করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে মোসাদ্দেকের পরিবার থেকে জানানো হয়েছে।
২০১২ সালে খালাতো বোন সামিরা শারমীনকে বিয়ে করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম সংসার নিয়ে মোসাদ্দেক ও সামিরার পরিবারের মধ্যে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে তাদের সংসারে ভেঙে যায়।
মোসাদ্দেকের বিরুদ্ধে নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির মামলাও করেন সামিরা। পরে ২০১৮ সালে স্ত্রীকে ডিভোর্স দেন মোসাদ্দেক। দুই বছর পর আবারও বিয়ে করলেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]